বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১০:০০ অপরাহ্ন
আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ধারন হল বিশেষ আলেখ্যানুষ্টান ” প্রবারণার পূন্য প্রভায়”।
“বাংলাদেশ বৌদ্ধ সমিতির” পরিবেশনায় এবং শিল্পী তাপস কুমার বড়ুয়ার পরিকল্পনা ও পরিচালনায় এই অনুষ্ঠানে অাশির্বানী প্রদান করেছেন সংঘরাজ ডঃ জ্ঞানশ্রী মহাথের মহোদয়, শুভেচ্ছা বাণী প্রদান করেছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। ।
উপস্থাপনায় স্বপন কুমার বড়ুয়া ও ববি বড়ুয়া। গ্রন্থনা করেছে রুমি চৌধুরী। সংগীত পরিবেশনায় জয়া বড়ুয়া, ধীমান বড়ুয়া, শ্রেষ্ঠ বড়ুয়া, রৌদ্র বড়ুয়া, আপন বড়ুয়া অমি,সপ্তক বড়ুয়া, নীশি তালুকদার, সুপর্ণা বড়ুয়া, শর্মিষ্ঠা বড়ুয়া, প্রত্যুষা বড়ুয়া, নিতু বড়ুয়া, শ্রাবন্তি বড়ুয়া ও শ্রাবন বড়ুয়া। নৃত্য পরিচালনায় তন্ময় বড়ুয়া। নৃত্য পরিবেশনা অদিতি বড়ুয়া , পূজা বড়ুয়া, কুয়াশা বড়ুয়া, বেলা বড়ুয়া, শিউলী বড়ুয়া ও জুলি বড়ুয়া।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানিত জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক তত্বাবধানে, প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিন এর সার্বিক সহযোগিতায় প্রযোজনা করেছেন রিফাত আরা। অনুষ্ঠানটির চিত্রগ্রাহক তাপস চৌধুরী।
আগামী ১ অক্টোবর এই অনুষ্ঠানটি প্রচারিত হবে।
Facebook Comments