শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১১:০২ অপরাহ্ন
জিতময় বড়ুয়া:
রামুর প্রাচীন লাওয়ে জাদি সমুদ্র নগরী কক্সবাজার জেলার রম্যভূমি খ্যাত রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওর্য়াডের লট-উখিয়ারঘোনা এলাকায় অবস্থিত। সমতল থেকে প্রায় ৫৫০ ফুট উপরে পাহাড়ে চূড়ায় এর অবস্থান। ধারণা করা হয়, আনুমানিক ৩১০ বছর পূর্বে ১৭১০ সালে লাওয়া মোরাং নামে এক ব্যক্তি এই জাদিটি নির্মাণ করেন। এই ঐতিহ্যবাহি জাদিটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে যেমন অতি পবিত্র তেমনি দেশের জন্য এক অতি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নির্দশন। যেখানে বৌদ্ধদের পাশাপাশি দর্শনে আসেন অনেক দেশ-বিদেশী পর্যটক।
দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার ফলে জাদির উত্তর-পশ্চিম পাশে মাটি সরে যাচ্ছে যার ফলে ধসে পড়তে পারে এই সু-প্রাচীন জাদি। জাদিতে উঠা-নামা করার জন্য কোন সিঁড়ি ব্যবস্থা না থাকা এবং জাদি চারপাশে সীমানা প্রাচীর না থাকার কারণে পূজারী এবং দর্শনার্থীদের আসা যাওয়া না থাকলে বেদখলে চলে যাবে এই জাদির আশপাশ।
এই জাদি শুধু বৌদ্ধদের উপসনালয় নই এটি একটি প্রত্নতাত্ত্বিক নির্দশন ও রাষ্ট্রীয় সম্পদ। এই জাদি রক্ষার, সংস্কার ও সংরক্ষণের জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের।
Facebook Comments