বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৯:৫১ অপরাহ্ন
অনিকেত মহাপাত্র :
বৈশাখ কেমন যেন আনমনা করে দেয়
পূর্ণিমা অত আলো কোথায় লুকালো
হাসুন যতটা সম্ভব,
শাক্যমুনি,
সম্ভার জমে জমে
কতটা সম্ভাবনা ! মুক্তো জ্বেলে দেয়
মুক্ত করে দেখার চোখকে,
মনন ক্ষমাহীন নির্বাণ দেবে !
রিক্ত মুখ পাহাড়ী প্রথম আলোয়
উদ্ভাসিত,
সচকিত
উন্মুখ চোখ আয়ুর সীমায় আরক্ত হয়ে
অন্তর্ভেদী দৃষ্টি প্রয়াস
মেত্তেয্য আসবেন
তারই আয়োজন….
রাজগৃহ পিছে ফেলে পাবা’র পথে
আর ফিরে আসেন নি
বৃত্তের মধ্যে ঘুরেছিল বৃত্ত ভাঙার দেশনা
সেই বৃত্ত কখন যেন পৃথিবী জুড়ে ,
টাইগার নেস্ট থেকে নামতে নামতে
সাগর দেখেছিলাম
অঘ্রাণ বিন্দু বিন্দু গায়ে লেগে
পাইন ডগা ছাড়িয়ে ব্যথিত দুটো চোখ
বামিয়ানে ভাঙা মুখমণ্ডল
মাটি মেখে শান্তির প্রতীক্ষা করে
পাঁচ হাজার বছর
দুশো প্রজন্ম, ক’টাই বা
মননের সাম্রাজ্য গড়ে
ভাষার অভিজ্ঞান তিলক
নমো তস্য ভগবতো…..
মুক্ত মেধার মগ্ন যাঞ্ছা
কাশী কোশল গান্ধার
হারিয়ে গেছে ভ্রমের শিহরণে
বিশ্ব জোড়া বুদ্ধ-ভূমি
ভূতগ্রস্থ আধেয় হয়
আয়ুধ শুধু সবাক বংশ-ভাষা
চোখ হারানো নির্জ্ঞান অপেক্ষা
মনন মধু ক্ষরা…..
আত্মদীপ জ্বালার তীক্ষ্ণ স্বরাট
মেত্তেয্য আমার আঙিনায়
আমায় জ্বলতে হয়নি
জ্বালতেও….
দীপ হাতে তাঁর,
শালের বিষন্ন হলুদ পাতার ঘোর
চোখ দুটোয়
তাপহীন আগুনের নিয়ত উৎস
শুধু……
Facebook Comments