রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১২:৪২ পূর্বাহ্ন
দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ্তা বড়ুয়া পি-এইচ ডি ডিগ্রী লাভ করেছেন।
তিনি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বরিষ্ট অধ্যাপক এন এইচ এম আবু বকর এর তত্ত্বাবধানে পি-এইচ ডি গবেষণায় ভর্তি হন। তাঁর গবেষণার বিষয় হলো “বৌদ্ধদর্শনে কার্যকারণ-নীতির আলোকে কর্মতত্ত্ব ও জন্মান্তরবাদ”।
সম্প্রতি চবি সিন্ডিকেটের এক সভায় তার পি-এই ডি ডিগ্রী অনুমোদন হয়। সুদীপ্তা ২০১২ সালের ডিসম্বেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। চবিতে যোগদানের পূর্বে তিনি ২০০৬ সালে চট্টগ্রাম সরকারী কলেজের পালি বিভাগে (বিসিএস শিক্ষা ক্যাডারে) প্রভাষক পদে যোগদান করেন।
উল্লেখ্য তিনি (সুদীপ্তা) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রথম ও প্রতিষ্ঠাতা বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুশান্তি বড়ুয়ার জৈষ্ঠ্য কন্যা। তাঁর স্বামী গৌতম কুমার বড়ুয়া রিলায়ান্স রিটেইল’এ (ভারত) রিজিয়নাল হেড অব টেকনিক্যাল হিসেবে কর্মরত রয়েছেন। তাঁদের দুই সন্তান।
Facebook Comments