রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১২:৪৬ পূর্বাহ্ন
অভিজিৎ বড়ুয়া বিভুঃ
একা নির্জনে পারিল্যেয় বনে
অবস্থান করছেন যখন,
বুদ্ধের সাথে বন্য এক হাতির
সাক্ষাৎ হয় তখন।
বুদ্ধের সেবায় সেই সে হাতি
সদা সচেষ্ট থাকত,
নিজ শুঁড় দিয়ে পানীয় জলের
ব্যবস্থা করে রাখত।
সেই সময় হাতির সেবা দেখে
বানরেরও শ্রদ্ধা জাগে,
তাইতো বানর মধু দান করে
গভীর অনুরাগে।
মধু দানে বানর মনে
জন্মে মহা সুখ,
গাছ হতে গাছে লাফিয়ে তাই
আনন্দে ভাসায় বুক।
এক সময় বানর যখন
মৃত্যুবরণ করে হায়!
বুদ্ধ তখন দিব্য চোখে
পরজন্ম দেখতে পায়।
দানের ফলে বানর তখন
দেবলোকে নেয় জন্ম,
দান ও সেবার মহিমা উজ্জ্বল
অসাধারণ ফল কর্ম
ভদ্র পূর্ণিমার পুণ্য তিথিতে
অনন্য এ ঘটনা ঘটে
মধু পূর্ণিমায় আমরা তাই
আঁকি তা মানস পটে।
Facebook Comments