শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৮:৪৬ পূর্বাহ্ন
মহামতি গৌতম বুদ্ধকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে জনকন্ঠে মিথ্যে বানোয়াট ও সম্প্রীতি বিনষ্ট করার উদ্যেশ্যে প্রচার করা সংবাদটি মানহানির এক মামলায় ফিরোজ মান্না সহ আসামী সকলকে তলব করেছে আদালত। সেই সাথে জড়িত সংশ্লিষ্টদের ও সমন জারি করে আদালত।
জনকণ্ঠ ও সাংবাদিক ফিরোজ মান্নার বিরুদ্ধে তরুন আইনজীবি প্রতীত বড়ুয়া জনি বাদী হয়ে গত বছর ২৭ এপ্রিল-২০১৭ এ বিরুদ্ধে আদালতে সাংবাদিক ফিরোজ মান্নার কে প্রধান আসামী করে দৈনিক জনকন্ঠের চট্টগ্রামের ব্যুরো চীফ, সম্পাদক ও প্রকাশক সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।
বিজ্ঞ আদালত মামলা তদন্তে পাঠিয়েছিলেন গোয়েন্দা পুলিশ বিশ্বজিৎ বধর্ন তদন্ত করে মামলার বিষয়ে সত্যতা পেয়েছেন মর্মে রিপোর্ট দিলে আদালত মামলাটি আমলে নিয়ে সকল আসামির বিরুদ্ধে সমন দেন, সশরীরে হাজির হতে বলেন।মামলার বিষয়ে পুলিশের প্রতিবেদন হাতে পাওয়ার পর যার প্রেক্ষিতে রবিবার (১ জুলাই ২০১৮) এই আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ২৪ এপ্রিল বহুল প্রচারিত জাতীয় ”দৈনিক জনকন্ঠ” পত্রিকায় সাংবাদিক ফিরোজ মান্না-র একটি ফিচার রিপোর্ট প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদের এক জায়গায় উল্লেখ করা হয় যে, “৯ দ্বারা তাদের দেবতা সন্ত্রাসী গৌতম বুদ্ধের গুণ, ৬ দ্বারা সন্ত্রাসী গৌতম বুদ্ধের শিক্ষা, ৯ দ্বারা বুদ্ধিষ্ট সংঘ এর গুণ বুঝিয়েছে ।
Facebook Comments